আজ ২০ জানুয়ারি শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ও প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সভাপতি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মহোদয় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি ক্যাম্পাস পরিদর্শন করেছেন।
মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর এটিই তার প্রথম পরিদর্শন। এ সময় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানানো হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি জনাব বোরহানুল হাসান চৌধুরী সালেহীন ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. তৌফিক সাঈদের নেতৃত্ব এতে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম মঈনুল হক, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর সোহেল এম শাকুর, গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সাহীদ মো. আসিফ ইকবাল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ ও প্রক্টর আহমদ রাজীব চৌধুরী।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে মাননীয় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে যোগ্য নেতৃত্বের হাতে দেশের শিক্ষাক্ষেত্রের ভার অর্পণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। তাঁর এই প্রাপ্তি চট্টগ্রামবাসীর জন্য অসীম গৌরবের বলে তারা মন্তব্য করেছেন।