PREMIER UNIVERSITY

Department of Economics

তড়িৎ প্রকৌশল বিভাগে পিসিবি ডিজাইন ও ফেব্রিকেশন শীর্ষক কর্মশালা

প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগে পিসিবি ডিজাইন ও ফেব্রিকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। 
গতকাল প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের উদ্যোগে ও আইকিউএসি প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগিতায় বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য পিসিবি ডিজাইন এন্ড ফেব্রিকেশন শীর্ষক এক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।  উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডীন ও আইকিউএসির ডিরেক্টর, প্রফেসর ডঃ তৌফিক সাঈদ।  বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক  এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন ইউসেপ বাংলাদেশের ইন্সট্রাক্টর ও ইনসাইট অটোম্যাটার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উচ্ছ্বাস দেবনাথ। 
 প্রধান অতিথি ডঃ তৌফিক সাঈদ  তার বক্তব্যে বলেন,  আমাদের ডিজিটাল বাংলাদেশ খুব কম সময়ের মধ্যে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত হব, যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন। আর এই স্মার্ট বাংলাদেশের হাতিয়ার হতে হবে প্রকৌশলীদের।  এই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বর্তমানে তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তাদের ভুমিকা বেশি বলে আমি মনে করি।  আর আজকের এই কর্মশালায় তোমরা তোমাদের নিজেদের তৈরি করা সার্কিট বোর্ড কিভাবে ব্যাবহারের জন্য তৈরি করবে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার মত একটা প্রোডাক্ট এ রূপান্তর  করবে সেই জিনিস তোমরা শিখতে পেরেছ বলে আমি মনে করি।  
সভাপতি টুটন চন্দ্র মল্লিক বলেন,  বর্তমান বিশ্বে সার্টআপ কালচার অনেক বেশি প্রচলিত, যা শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি করে থাকে । আর এই ইঞ্জিনিয়ারিং সার্টআপ  গুলোর একটি মূল বাধা হচ্ছে একটি প্রজেক্টকে কিভাবে প্রোডাক্টে পরিণত করা যায়।  আর প্রোডাক্ট পর্যন্ত তৈরি করার সবচাইতে বড় বাধা হচ্ছে পিসিবি বানানো যা আজ তোমরা হাতে-কলমে শিখলে।  আমি বিশ্বাস করি আজকের এই কর্মশালার পর নিজেরাই ছোট ছোট প্রজেক্টের পিসিবি তৈরি করতে পারবে এবং নিজের দক্ষতাকে বৃদ্ধি করতে পারবে। 
কর্মশালার প্রশিক্ষক উচ্ছ্বাস দেবনাথ কর্মশালার বিভিন্ন অংশে সার্কিট ডিজাইন, সেই সার্কিট থেকে কিভাবে পিসিবি লেআউট তৈরি করতে হয়,  পিসিবি লেআউটের প্রিন্ট করা আর সেই প্রিন্টেড সার্কিট বোর্ডে কিভাবে বিভিন্ন কম্পনেন্ট কানেকশন দিতে হবে সেই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।  
বিভাগের প্রভাষক রাহুল চৌধুরীর তত্ত্বাবধানে, উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না, সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন,  সহকারী অধ্যাপক আকরামুল হক, প্রভাষক সুজন চৌধুরীসহ বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী। শেষে শিক্ষার্থী ও প্রশিক্ষক এর মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।।

Related News

আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক এস. এম. নছরুল কদির ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের ভিজিট সম্পন্ন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফিমেল কমনরুম উদ্বোধন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ইনডোর গেইমস এন্ড স্টুডেন্ট ক্লাব এক্টিভিটিস জোন’ উদ্বোধনে

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার উদ্বোধন

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.