PREMIER UNIVERSITY

Department of Economics

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ÔCareer in ICT: Challenges and Opportunities’ শীর্ষক সেমিনার

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও বিআইটিএম-বেসিসের যৌথ উদ্যোগে  ÔCareer in ICT: Challenges and Opportunities’  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর ২০২৩, অনুষ্ঠিত এই সেমিনারে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপ-উপাচার্য  প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার ও প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ এবং বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবিরি হিমিকা। সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান  ড. সাহীদ মোঃ আসিফ ইকবাল । মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা চাকরির বাজারে ইন্ডাস্ট্রিগুলোর কী পরিমাণ পেশাজীবি প্রয়োজন ও কীভাবে শিক্ষার্থীদের চাকরি নিয়োগে সমন্বয় করা যায়, এ বিষয়ে আলোকপাত করেন। প্রফেসর ড. তৌফিক সাঈদ ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়ার যৌথ উদ্যোগের গুরুত্ব বিবেচনায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর অধ্যয়ন করার পরও চাকরি বাজারে দক্ষ জনগোষ্ঠীর  সংকট বিদ্যমান। চাকরি বাজারের প্রয়োজনীয়তা উপলব্ধিপূর্বক শিক্ষার্থীদের শিক্ষা দিতে ইউনিভার্সিটিগুলোর ইন্ডাস্ট্রির সাথে আলোচনা চালিয়ে যেতে হবে। বেসিসের ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবিরি হিমিকা শিক্ষার্থীদের সফট স্কিল অর্জনের বিষয়টি তুলে ধরে বলেন, বর্তমান আইসিটি সেক্টরে শিক্ষার্থীদের সুযোগ তৈরির ক্ষেত্রগুলো আলোচনাপূর্বক কার্যক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনুপ্রবেশ মাল্টি কালচারাল এনভায়রনমেন্ট তৈরি করবে বলে আমি আশা করি। সভাপতির বক্তব্যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান  ড. সাহীদ মোঃ আসিফ ইকবাল বলেন, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়ার যৌথ প্রচেষ্টায় কর্মক্ষেত্রের চ্যালেঞ্জগুলো নির্ধারণ করতে হবে ও  বাস্তবিক দক্ষতার মাধ্যমে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে।
সেমিনারে আরও উপস্থিত  ছিলেন তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র  মল্লিক, কম্পিউটার সায়েন্স  এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে বরণ ও বিদায় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে “ আন্তর্জাতিক শ্রম দিবস” উদযাপন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের ইন্ডাস্ট্রি সংযোগে নতুন মাইলফলক: ৮টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর ।

Read More

আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক এস. এম. নছরুল কদির ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের ভিজিট সম্পন্ন

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.