PREMIER UNIVERSITY

Department of Economics

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে “ আন্তর্জাতিক শ্রম দিবস” উদযাপন

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে “ আন্তর্জাতিক শ্রম দিবস” উদযাপন
গত ১৪ই মে, ২০২৫ ইং তারিখে, প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে, প্রিমিয়ার ইউনিভার্সিটি ইকোনোমিস্ট ফোরামের (PUEF) এর উদ্যোগে “ আন্তর্জাতিক শ্রম দিবস” উদযাপিত হয়। আয়োজনের প্রথম অংশে “Sectoral Labor Force Participation In Bangladesh” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা ইয়াসমিন চৌধুরী। সেমিনার এর শুরুতে বিভাগীয় ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ষষ্ঠ অধিবর্ষের শিক্ষার্থী শর্মি বণিক শ্রমশক্তির ইতিহাস নিয়ে একটি তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। তিনি শ্রমশক্তির বিকাশ, পরিবর্তন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। উক্ত সেমিনা্রের Key Note speaker ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া হোসেন বর্ষা। তিনি, গত এক দশকে, বাংলাদেশের তিনটি প্রধান সেক্টরে ( কৃষি, শিল্প এবং সেবা) শ্রম শক্তি নিয়োগ , নিয়োগ প্রাপ্ত শ্রমিক দের মধ্যে নারী পুরুষ এর অনুপাত, মজুরিতে নারী পুরুষের বৈষম্য, প্রকৃত মজুরী ও মুদ্রাস্ফীতির তুলনা এবং শ্রমিকদের ক্রয়ক্ষমতার উপর মুদ্রাস্ফীতির প্রভাব এর গতি প্রকৃতি নিয়ে আলোচনা করেন। এই আয়োজনের সমাপনী বক্তব্যে ফারজানা ইয়াসমিন চৌধুরী, বাংলাদেশের শ্রম বাজারে করোনা মহামারীর প্রভাব, উচ্চশিক্ষিত বেকার দের বেকারত্বের কারন, কর্মক্ষেত্রে নারীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং সর্বোপরি বাংলাদেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা সমাধানে ক্ষুদ্র ঋণ এর ভূমিকা নিয়ে আলোকপাত করেন। এই আয়োজনের সঞ্চালনায় ছিলেন পঞ্চম অধিবর্ষের ছাত্র নাজমুস সাকিব ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, সহকারী অধ্যাপক বদরুল হাসান আওয়াল, সহকারী অধ্যাপক অর্পিতা দত্ত, সহকারী অধ্যাপক উম্মে সালমা, সহকারী অধ্যাপক সুদীপ দে, প্রভাষক ইফতেখার মিয়া সহ বিভাগের বিভন্ন সেমিস্টারের ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। এই আয়োজনের দ্বিতীয় অংশে Premier University Debating Society র সার্বিক সহযোগিতায় “এই সংসদ অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে শ্রমিক অধিকারকে অগ্রাধিকার দেবে” শীর্ষক একটি প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের জন্য পূর্ববর্তী দিনেই একটি কর্মশালা আয়োজন করা হয়েছিল, যেখানে অংশগ্রহণকারীরা বিতর্কের কৌশল, উপস্থাপনা ও যুক্তির জোরালো উপাদান নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। এ বিতর্ক প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের যুক্তি প্রদর্শনের দক্ষতা বাড়াতে এবং শ্রম অধিকার ও অর্থনৈতিক নীতিমালা নিয়ে গভীর ভাবনার সুযোগ প্রদান করে।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত ।

Read More

Meeting on the Expansion of Higher Education between Premier University and UTS College Bangladesh.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘হিম উৎসব ও কাওয়ালী সন্ধ্যা’ ।

Read More

Freshman Orientation Program at the Department of Economics, Premier University.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে কর্মশালা ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে বরণ ও বিদায় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে “ আন্তর্জাতিক শ্রম দিবস” উদযাপন

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.