PREMIER UNIVERSITY

Department of Economics

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি উদযাপনের লক্ষ্যে এক আনন্দঘন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হাজারী লেইনস্থ ভবনে আয়োজিত এ উৎসব প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির এবং সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর জনাব বদরুল হাসান আউয়াল।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, আজকের পিঠা উৎসবের দিনটা একটি মুখরিত দিন, চমৎকার দিন। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ভবিষ্যতেও লেখাপড়ার পাশাপাশি এই ধরনের অনুষ্ঠান নিয়মিত অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, পিঠা আমাদের বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন অংশ। আধুনিকতার দৌড়ে আমরা যখন শিকড় ভুলে যেতে বসেছি, তখন এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত রাখার এক অনন্য উদ্যোগ। প্রিমিয়ার ইউনিভার্সিটি কেবল পাঠ্য শিক্ষায় নয়, শিক্ষার্থীদের মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশেও সমান গুরুত্ব দিয়ে থাকে। অর্থনীতি বিভাগের এই আয়োজন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আশা করি, ভবিষ্যতেও শিক্ষার্থীরা এমন সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পিঠা উৎসব চালু করে অর্থনীতি বিভাগ। এটা এই বিভাগের গৌরবজনক অর্জন। আমি বিভাগটির আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করি। তিনি আরও বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্ব, দলগত কাজ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী পিঠা উৎসবকে বাঙালি ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার উৎসব বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন, লোকজ সংস্কৃতি আমাদের সমাজ ও ইতিহাসের দর্পণ। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের সংস্কৃতির গভীরতা ও বৈচিত্র্যকে নতুনভাবে অনুধাবন করার সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি ও অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর জনাব বদরুল হাসান আউয়াল তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য। এই পিঠা উৎসব শিক্ষার্থীদের উদ্যোগ ও সৃজনশীলতার ফল। সবার সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব বিদ্যুৎ কান্তি নাথ, সহকারী অধ্যাপক ড. অর্পিতা দত্ত, জনাব উম্মে সালমা, জনাব ফারিয়া হোসেন বর্ষা, জনাব সুদীপ দে এবং প্রভাষক ইফতেখার মিয়া। বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উৎসবে অংশগ্রহণ করে।
উৎসবে ‘শীতকাইল্লে বিরেনী’, ‘বাজেট ব্রেক’, ‘জুম ঘর’, ‘বাহারি স্বাদ’সহ বিভিন্ন স্টলে দেশীয় ও লোকজ নানা ধরনের পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়, যা শিক্ষার্থী ও অতিথিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী পুষ্পিতা বৈদ্য।
শেষে অতিথিরা স্টল পরিদর্শন করেন এবং আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত ।

Read More

Meeting on the Expansion of Higher Education between Premier University and UTS College Bangladesh.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘হিম উৎসব ও কাওয়ালী সন্ধ্যা’ ।

Read More

Freshman Orientation Program at the Department of Economics, Premier University.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে কর্মশালা ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে বরণ ও বিদায় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে “ আন্তর্জাতিক শ্রম দিবস” উদযাপন

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.