প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাহীদ মোঃ আসিফ ইকবাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সিএসই বিভাগ থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। ১০ নভেম্বর ২০২২ তাঁর থিসিস ডিফেনস অনুষ্ঠিত হয় এবং ২৯ ডিসেম্বর ২০২২ ফলাফল প্রকাশিত হয়। সাহীদ মোঃ আসিফ ইকবাল চুয়েটের সিএসই বিভাগ থেকে প্রথম পিএইচ.ডি ডিগ্রি অর্জনের কৃতিত্ব অর্জন করেন। তাঁর পিএইচ.ডি গবেষণার বিষয় ছিল ‘ফিউচার ইন্টারনেট অথবা নেক্সট-জেনারেশন ইন্টারনেট’ এবং তাঁর পিএইচ.ডি থিসিসের টাইটেল ছিল ‘সোর্স-অ্যাসিস্টেড অ্যাডেপ্টিভ ফরওয়ার্ডিং এন্ড ক্যাচিং স্ট্রাটেজিস টু রিডিউস ট্রান্সমিশন ওভারহেড এন্ড লেটেনসি ইন নেইমড ডাটা নেটওয়ার্কস’। আসিফ ইকবালের পিএইচ.ডি সুপারভাইজার ছিলেন অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং কো-সুপারভাইজার ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। পিএইচ.ডি থিসিসের অংশ হিসেবে আসিফ ইকবালের একাধিক গবেষণালব্ধ প্রবন্ধ বিভিন্ন খ্যাতনামা কিউ-ওয়ান এবং কিউ-টু রেঙ্কড জার্নালে প্রকাশিত হয়েছে। এই জার্নালগুলোর প্রকাশ করেছে এলসেভিয়ার, স্প্রিংজার এবং জন উইলি প্রকাশনী।
আসিফ ইকবাল ২০০৫ সালে চুয়েটের সিএসই বিভাগ থেকে বি.এসসি ডিগ্রি এবং ২০১১ সালে বুয়েটের সিএসই বিভাগ থেকে এম.এসসি ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সাল থেকে তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করছেন। ২০১৭ সাল থেকে তিনি এই বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে বরণ ও বিদায় ।