puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ৩৬তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

১২ এপ্রিল ২০২৫, শনিবার, বেলা আড়াইটায় প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে অনুষ্ঠিত হয় নবাগত ৩৬তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক টুটুন চন্দ্র মল্লিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্ব বিদ্যুৎ প্রযুক্তিকে কেন্দ্র করেই এগিয়ে চলছে। দিন দিন বিদ্যুৎ ও ইলেকট্রনিক্স খাতের ব্যাপক প্রসার ঘটছে, ফলে এই খাতে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। আমাদের নবীন প্রকৌশলীদের উচিত এমন প্রযুক্তি উদ্ভাবনে মনোনিবেশ করা, যা দেশের উন্নয়ন ও মানবজাতির সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও ইভটিজিং প্রিভেনশান কমিটির সদস্য ফারহানা শিরীন চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইউনিভার্সিটি স্বাধীনতা ও সৃজনশীলতা বিকাশের ক্ষেত্র হলেও কিছু নিয়ম ও শৃঙ্খলার মাঝেই আমাদের চলতে হয়। ইউনিভার্সিটির নির্ধারিত আচরণবিধি মেনে চলার মাধ্যমেই একটি সুশৃঙ্খল ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সম্ভব। নিয়মিত সেশন আয়োজনের মাধ্যমে এসব বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
ইউনিভার্সিটির ডেপুটি লাইব্রেরিয়ান মোহাম্মদ আলী প্রিমিয়ার ইউনিভার্সিটির সমৃদ্ধ পাঠাগারব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ইউনিভার্সিটির লাইব্রেরিতে রয়েছে প্রায় ৩০ হাজার মুদ্রিত বই এবং এক লক্ষেরও বেশি অনলাইন বই। এছাড়া বিশ্বের প্রায় সব স্বনামধন্য জার্নালেও রয়েছে সাবস্ক্রিপশন সুবিধা। তিনি লাইব্রেরি ব্যবহারের নিয়মাবলি নিয়েও শিক্ষার্থীদের অবহিত করেন।
৩৬তম ব্যাচের অ্যাডভাইজার এবং বিভাগের প্রভাষক রাহুল চৌধুরী নবাগতদের ইউনিভার্সিটির একাডেমিক কাঠামো, প্রশাসনিক প্রক্রিয়া এবং বিভাগীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমের আওতায় ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের পরিচিতিও তুলে ধরেন।
এসময় আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের সাধারণ সম্পাদক সুস্ময় বড়ুয়া, রোবটিক্স ক্লাবের সভাপতি ইন্দ্রজিৎ বড়ুয়া, সাধারণ সম্পাদক মিনহাজ হোসাইন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক ফজল আল মাহমুদ তাদের নিজ নিজ ক্লাবের কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন মুন্না, প্রভাষক সরিৎ ধর, আসিফ মোহাম্মদ সিদ্দিকী, সৌমেন দত্ত, আবির ধর, মনিষা দে, জয়নব বিনতে আহমেদ, ফারিয়া তাহসিন, ডেপুটি লাইব্রেরি অফিসার শাহিদা আক্তার, লাইব্রেরী অফিসার মোহাম্মদ সেলিম, সেকশন অফিসার মোহাম্মদ শাহেদ এবং অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর ও সহকারী অধ্যাপক কল্লোল দে।

Related News

আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক এস. এম. নছরুল কদির ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্টার্ট ইউর ক্যারিয়ার জার্নি উইথ লিঙ্কডইন’ শীর্ষক সেমিনার

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের ভিজিট সম্পন্ন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের ভিজিট সম্পন্ন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ৩৬তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

Saturday, 12 April, 2025

১২ এপ্রিল ২০২৫, শনিবার, বেলা আড়াইটায় প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে অনুষ্ঠিত হয় নবাগত ৩৬তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক টুটুন চন্দ্র মল্লিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্ব বিদ্যুৎ প্রযুক্তিকে কেন্দ্র করেই এগিয়ে চলছে। দিন দিন বিদ্যুৎ ও ইলেকট্রনিক্স খাতের ব্যাপক প্রসার ঘটছে, ফলে এই খাতে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। আমাদের নবীন প্রকৌশলীদের উচিত এমন প্রযুক্তি উদ্ভাবনে মনোনিবেশ করা, যা দেশের উন্নয়ন ও মানবজাতির সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও ইভটিজিং প্রিভেনশান কমিটির সদস্য ফারহানা শিরীন চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইউনিভার্সিটি স্বাধীনতা ও সৃজনশীলতা বিকাশের ক্ষেত্র হলেও কিছু নিয়ম ও শৃঙ্খলার মাঝেই আমাদের চলতে হয়। ইউনিভার্সিটির নির্ধারিত আচরণবিধি মেনে চলার মাধ্যমেই একটি সুশৃঙ্খল ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সম্ভব। নিয়মিত সেশন আয়োজনের মাধ্যমে এসব বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
ইউনিভার্সিটির ডেপুটি লাইব্রেরিয়ান মোহাম্মদ আলী প্রিমিয়ার ইউনিভার্সিটির সমৃদ্ধ পাঠাগারব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ইউনিভার্সিটির লাইব্রেরিতে রয়েছে প্রায় ৩০ হাজার মুদ্রিত বই এবং এক লক্ষেরও বেশি অনলাইন বই। এছাড়া বিশ্বের প্রায় সব স্বনামধন্য জার্নালেও রয়েছে সাবস্ক্রিপশন সুবিধা। তিনি লাইব্রেরি ব্যবহারের নিয়মাবলি নিয়েও শিক্ষার্থীদের অবহিত করেন।
৩৬তম ব্যাচের অ্যাডভাইজার এবং বিভাগের প্রভাষক রাহুল চৌধুরী নবাগতদের ইউনিভার্সিটির একাডেমিক কাঠামো, প্রশাসনিক প্রক্রিয়া এবং বিভাগীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমের আওতায় ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের পরিচিতিও তুলে ধরেন।
এসময় আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের সাধারণ সম্পাদক সুস্ময় বড়ুয়া, রোবটিক্স ক্লাবের সভাপতি ইন্দ্রজিৎ বড়ুয়া, সাধারণ সম্পাদক মিনহাজ হোসাইন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক ফজল আল মাহমুদ তাদের নিজ নিজ ক্লাবের কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন মুন্না, প্রভাষক সরিৎ ধর, আসিফ মোহাম্মদ সিদ্দিকী, সৌমেন দত্ত, আবির ধর, মনিষা দে, জয়নব বিনতে আহমেদ, ফারিয়া তাহসিন, ডেপুটি লাইব্রেরি অফিসার শাহিদা আক্তার, লাইব্রেরী অফিসার মোহাম্মদ সেলিম, সেকশন অফিসার মোহাম্মদ শাহেদ এবং অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর ও সহকারী অধ্যাপক কল্লোল দে।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.