প্রিমিয়ার ইউনিভার্সিটি সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের ফিল্ড স্টাডি কোর্সের অংশ হিসেবে এই বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)-এ সম্প্রতি ৫ দিনব্যাপী টেকসই উন্নয়নের উপর প্রশিক্ষণে অংশগ্রহণ করে। বিভাগের কোঅর্ডিনেটর ও কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী শিক্ষার্থীদের তত্ত্বাবধানে ছিলেন।
বার্ডে যাত্রার প্রাক্কালে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহিত উল আলম এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির শিক্ষার্থীদের শুভকামনা জানান। এসময় প্রফেসর ড. মোহিত উল আলম বলেন, এই প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ের গবেষণা ভবিষ্যতে তাদের কর্মক্ষেত্রে বিশেষ মাত্রা যোগ করবে। রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির আশাবাদ ব্যক্ত করেন, প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।
প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। তৃতীয় দিনে শিক্ষার্থীরা মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করে; চতুর্থ দিনে প্রতিবেদন উপস্থাপন করে। সমাপনী দিনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ সফলভাবে শেষ করার জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। সেদিন বিকেলে কুমিল্লার দর্শনীয় স্থান ভ্রমণ করে শিক্ষার্থীরা। উল্লেখ্য, ২৫জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়।
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে বাংলা নববর্ষ উদযাপন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফিমেল কমনরুম উদ্বোধন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ইনডোর গেইমস এন্ড স্টুডেন্ট ক্লাব এক্টিভিটিস জোন’ উদ্বোধনে
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার উদ্বোধন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ৩৬তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠান
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিএলও-পিএলও অ্যাটেইনমেন্ট বিষয়ক কর্মশালা
Read MoreSunday, 5 January, 2025
প্রিমিয়ার ইউনিভার্সিটি সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের ফিল্ড স্টাডি কোর্সের অংশ হিসেবে এই বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)-এ সম্প্রতি ৫ দিনব্যাপী টেকসই উন্নয়নের উপর প্রশিক্ষণে অংশগ্রহণ করে। বিভাগের কোঅর্ডিনেটর ও কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী শিক্ষার্থীদের তত্ত্বাবধানে ছিলেন।
বার্ডে যাত্রার প্রাক্কালে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহিত উল আলম এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির শিক্ষার্থীদের শুভকামনা জানান। এসময় প্রফেসর ড. মোহিত উল আলম বলেন, এই প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ের গবেষণা ভবিষ্যতে তাদের কর্মক্ষেত্রে বিশেষ মাত্রা যোগ করবে। রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির আশাবাদ ব্যক্ত করেন, প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।
প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। তৃতীয় দিনে শিক্ষার্থীরা মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করে; চতুর্থ দিনে প্রতিবেদন উপস্থাপন করে। সমাপনী দিনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ সফলভাবে শেষ করার জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। সেদিন বিকেলে কুমিল্লার দর্শনীয় স্থান ভ্রমণ করে শিক্ষার্থীরা। উল্লেখ্য, ২৫জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়।